সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

হবিগঞ্জে মাধবপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তারা হলো- উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জহিরুল ইসলামের ছেলে আরিফুর রহমান (৪) ও একই এলাকার নাজির মিয়ার মেয়ে খারিমা বেগম (৬)। তারা দুজন সম্পর্কে ফুফু ভাতিজি। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানায়, সকালে তারা বাড়ির পাশের দলগাঁও এলাকার পুকুরপাড়ে খেলা করছিল। খেলার সময় তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, নিহতদের সুরাতাল রিপোর্ট তৈরি করে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ